July 27, 2024, 12:44 am

বগুড়ায় রাইসা মানজারিন প্রভার যা পাখি উড়ে যা মিউজিক ভিডিওর প্রিমিয়ার শো

প্রেস বিজ্ঞপ্তি: ২৯ সেপ্টেম্বর শুক্রবার বগুড়া থিয়েটার কার্যালয়ে অনুষ্ঠিত হলো সপ্তস্বর শিল্পী গোষ্ঠীর আয়োজনে সংগঠনের শিল্পী রাইসা মানজারিন প্রভার যা পাখি উড়ে যা মিউজিক ভিডিওর প্রিমিয়ার শো।
প্রিমিয়ার শো’র শুভ উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্পেশাল পিপি, এড: মনতেজার রহমান মিন্টু, বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, এ বি এম জিয়াউল হক বাবলা, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রচার সম্পাদক আব্দুল হান্নান, পুন্ড্র অঞ্চলের সমন্বয়কারী শাহাজাদ আলী বাদশা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য এস, এম বেলাল হোসেন, রবিউল করিম হৃদয়। স্বাগত বক্তব্য রাখেন সপ্তস্বর শিল্পী গোষ্ঠীর সভাপতি আসাদ হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী রাইসা মানজারিন প্রভা।
এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের নাট্যকর্মীবৃন্দ ও বগুড়ার সংস্কৃতি অঙ্গনের সংগঠকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিকশিল্পী এইচ আলীম।

যা পাখি উড়ে যা মিউজিক ভিডিওর রচনা করেছেন ও সুর সংযোজন করেছেন সংগীত প্রশিক্ষক আসাদ হোসেন, মিউজিক কম্পোজিশনে ছিলেন মো: শিহাব আশরাফুল, সিনেমাটোগ্রাফি করেছেন সোবহানি বাপ্পী, ভিডিও ধারণ করেছেন আলী আরাফি।

মিউজিক ভিডিও দেখবার পর সম্মানীয় উদ্বোধক তৌফিক হাসান ময়না জানান, সংগীতাঙ্গনে নতুনের একটি আগমনী সুবাস পাওয়া যাচ্ছে রাইসা মানজারিন প্রভার পরিবেশনার মধ্য দিয়ে। এটি তার প্রথম পরিবেশনা হলেও গায়কীর মাঝে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে। প্রধান অতিথি মনতেজার রহমান মন্টু বলেন, গানে আছে প্রাণ। যত বেশি গান নির্মিত হবে তত আমাদের সংস্কৃতি সমৃদ্ধ হবে। সুরকার আসাদ হোসেন সকলকে গানটি সামাজিক মাধ্যমে শোনার অনুরোধ রাখেন।

প্রিমিয়ার শো’র পূর্বে উপস্থিত সদস্য দের উপস্থিতিতে কেককেটে আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD