admin
- Sunday, May 15, 2022 / 126 বার পঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মোঃ মোফাজ্জল হোসেন মন্ডল (মোফা)। তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক। গত শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বোর্ডের সভায় তার মনোনয়নের বিষয়টি চুড়ান্ত হয়। বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়নপ্রাপ্ত মোফাজ্জল হোসেন মন্ডল (মোফা) ১নং বুড়ইল ইউনিয়নের আইলপুনিয়া গ্রামের মৃত কুরবান আলীর ছেলে। সে বর্তমানে অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ও প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে দায়িত্ব পালন করছেন। নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গত ২৬ এপ্রিল থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৮ম ধাপের তফশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, যাচাই-বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহার ২৬ মে এবং প্রতীক বরাদ্দ ২৭ শে মে। বুড়ইল ইউনিয়নের মোট ১৬টি কেন্দ্রে আগামী ১৫ ই জুন ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের মোট ভোটার ৩০ হাজার ৩২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৫৬জন ও নারী ভোটার ১৫ হাজার ২৭০জন।
উল্লেখ্য, নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ বিভাজন সংক্রান্ত জটিলতার কারণে বাদ রেখে চতুর্থ ধাপে ৪টি ইউনিয়নে গত ২৬শে ডিসেম্বর-২০২১ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়।