March 28, 2024, 8:25 pm

বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

ষ্টাফ রিপোর্টারঃ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি করায় বগুড়ায় এক ব্যবসায়ীকে টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার সদর উপজেলার কালিবালা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। ইফতেখারুল আলম রিজভী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কালিবালা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, মেসার্স তৌহিদ ট্রেডার্স প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম বিক্রি করছে। এই অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক তৌহিদ ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।তিনি আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে যে কেউ যদি বেশি নেয় তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। যে অনিয়ম করবে তাকে অর্থদণ্ডসহ সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD