December 3, 2023, 6:44 am
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে একজন মাদক কারবারি, একজন দেশীয় অস্ত্রধারী এবং একজন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মাদক কারবারি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলী উত্তর পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে শিলু প্রামানিক (৩২)। দেশীয় অস্ত্র বার্মিজ চাকুসহ গ্রেফতার হযরত আলী (২৬) উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি কলোনি পাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।
এছাড়া একই দিনে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি উপজেলার সদর ইউনিয়নের নিজ বরুরবাড়ী গ্রামের শাহিনূরের স্ত্রী মর্জিনা বেগম (৪০)।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, আটক মাদক কারবারির দেহ তল্লাশি করে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া গেছে। আটক সকল আসামীদের রবিবার সকালে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।