July 27, 2024, 12:34 am

পীরগঞ্জে বিদ্যালয়ে তালা ভেঙে চুরি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্কুল কক্ষের তালা ভেঙে কাগজপত্রসহ বৈদ্যুতিক পাম্প চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার বেগুনগাঁও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।

উপজলার বেগুনগাঁও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীন জানান, গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের অফিস রুমসহ অন্যান্য কক্ষে তালা দিয়ে বাড়ি যান তারা। গতকাল শনিবার সকালে এলাকাবাসী কাছ থেকে জানতে পারেন বিদ্যালয়ের অফিসসহ দু’টি কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

পরে তিনিসহ অন্যান্য শিক্ষক এসে দেখেন অফিস কক্ষের তালা ভেঙে চোরেরা ভিতরে প্রবেশ করে টেবিলে রাখা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও একটি বৈদ্যুতিক পাম্প চুরি করে নিয়ে যায়।

এসময় আলমারী ও টেবিলেরর ড্রয়ারের তালা ভেঙে অন্যান্য কাগজপত্র তছনছ করে চলে যান চোরেরা। এ ঘটনায় শনিবার প্রধান শিক্ষক আলাউদ্দীন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, বিদ্যালয়ে চুরির বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD