December 3, 2023, 7:53 am

সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পারভেজ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ-১ ধর্মপাশা-তাহিপুর-জামালগঞ্জ-মধ্যনগর আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, মিশিগান মহানগর আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র এর দপ্তর স¤পাদক ও সুনামগঞ্জ জেলা এসোসিয়েশান অব মিশিগান যুক্তরাষ্ট্রের বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নুরুল হাসান পারভেজ। তিনি দুঃখী মানুষের মুখে হাঁসি ফুটাতে দুস্থ-অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কাজ করতে চান। সুনামগঞ্জ-১ আসনের উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

মো: নুরুল হাসান পারভেজ তিনি- মিশিগান মহানগর আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র এর দপ্তর স¤পাদক ও সুনামগঞ্জ জেলা এসোসিয়েশান অব মিশিগান যুক্তরাষ্ট্রের বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি এল, এল, বি সিলেট ল কলেজ থেকে যুক্তরাষ্ট্র প্যারালিগ্যাল এর উপর ডিগ্রী কমপ্লিট করেছেন, তিনি মিশিগানে প্রতিষ্ঠিত রিয়েলেটর এস্টেট ব্যাবসায়ী। তিনি বলেন, নিজের জন্য রাজনীতিতে আসিনি। জনগণের কাংখিত অধিকার আদায়ের লক্ষ্যে রাজনীতিতে পরিবর্তন ঘটাতে কাজ করছি। আজীবন দরিদ্রপীড়িত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যেতে চাই। যখনই সুযোগ পাই, কারো জন্য কিছু করার চেষ্টা করেছি। সেই ভাবনা থেকেই ইচ্ছে আমার অনেক দিনের সংসদ নির্বাচনে অংশ নেয়ার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD