March 28, 2024, 11:40 pm

জয়পুরহাটে সাড়ে ৪৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

যমুনা নিউজ বিডিঃ দেশে ভোজ্যতেল সরবরাহ ও মূল্যে অস্থিতিশীলতার মধ্যে জয়পুরহাটে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৪৩ হাজার ৬৫৬ লিটার সয়াবিন ও সুপার পাম তেল জব্দ করা হয়েছে। এসময় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম ও জেলা ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের সহকারি পরিচালক ফজলে এলাহীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম জানান, দেশে ভোজ্যতেল নিয়ে অস্থিরতার মধ্যে জয়পুরহাট শহরের ৪টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এর মধ্যে মারোয়ারী পট্টির পুরোষত্তম রংটার ৩টি গুদাম থেকে ১৫ হাজার ৯৬ লিটার সুপার পাম তেল এবং ধানমন্ডি এলাকার ফারুক ট্রেডার্সের ফারুক সর্দারের ৭টি গুদামে অভিযান চালিয়ে ২৮ হাজার ৫৬০ লিটার সয়াবিন ও সুপার পাম তেল সহ মোট ৪৩ হাজার ৬৫৬ লিটার তেল উদ্ধার করা হয়। এসময় তাদেরকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে তেলগুলো সরকারি রেটে ভোক্তাপর্যায়ে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD