July 27, 2024, 3:56 am

বগুড়ার সোনাতলায় সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা সভায় ম.রাজ্জাক

স্টাফ রিপোর্টার:বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় সোনাতলা রেলগেট দলীয় কার্যালয় প্রাঙ্গণে সোনাতলা পৌর আওয়ামীলীগ আয়োজিত ”আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাকসু’র সাবেক সদস্য ম. আব্দুর রাজ্জাক।তিনি বলেন ,বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, সরকার অবকাঠামো, স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ প্রতিটি খাতের উন্নয়ন নিশ্চিত করেছে।বহু দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা এখনও ভালো দেশের দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ এবং অতি দারিদ্রের হার ৫ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে কোনো চরম দারিদ্র্য থাকবে না।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ অনুসরণ করে সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে বাড়ি হয়েছে। তিনি বলেন, ‘দেশে কেউ গৃহহীন থাকবে না, কারণ সরকার প্রতিটি গৃহহীন লোককে বিনামূল্যে আবাসন প্রকল্পের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।’ ‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। বিএনপি-জামায়াত জোট ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে আমাদেরই বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ এসব অপপ্রচারে কান না দেয়ারও আহ্বান জানান তিনি। সোনাতলা পৌর আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান রানা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনাতল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকমাহবুবর রহমান বুলু, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শ্রী রাজেন্দ্র প্রসাদ, মো: রস্তম আলী মন্ডল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: দবির হোসেন মন্ডল, তেকানি চুকাই নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মো: জাহেদুল ইসলাম, বাংলাদেশ বগুড়া জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, সোনাতলা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইব্রাহিম হোসেন দুলু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD