July 27, 2024, 3:29 am

মরক্কোয় আবারও ভূমিকম্প

যমুনা নিউজ বিডিঃ মরক্কোর মারাকেশ শহর ও আশপাশের এলাকায় স্থানীয় সময় রোববার সকালে আরও কম্পন অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে আটলাস পর্বতমালার কাছে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর স্থায়িত্ব ছিল প্রায় ২০ সেকেন্ড। ওই অঞ্চলে গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ঐতিহাসিক মারাকেশ শহরে। ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে বলে রোববার মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

ভূমিকম্প অ্যাপ ব্যবহারকারী মারাকেশের বাসিন্দারা জানিয়েছেন, রোববার বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়েছে। সবচেয়ে শক্তিশালী আফটার শকটি ছিল ৪ দশমিক ৫ মাত্রার।

শহরের বাসিন্দা খাদিজা সাতু বলেন, ‘আমরা মাটি সরে যাওয়ার মতো অনুভব করেছি। কোনো ক্ষয়ক্ষতি নেই, তবে এটি অত্যন্ত লক্ষণীয় ছিল।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD