July 27, 2024, 2:36 am

রাসিক ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করলেও ক্লিনিকগুলোতে নেয়া হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা

মঈন উদ্দিন : রাজশাহীতে কমছে না ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন রোগী। গত জুলাই থেকে রাজশাহী মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত রোগী আসা শুরু হয়। রোগীর চাপ বাড়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫টি পৃথক ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি নেওয়া হচ্ছে ৬০ টাকা। তবে নগরীর প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ডেঙ্গু পরীক্ষায় ৫০০ থেকে ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডেঙ্গু পরীক্ষায় বেশি ফি আদায় করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী রোগী ও স্বজনরা।

এদিকে ডেঙ্গু রোগীর প্রকোপ বাড়ায় নগরীর ১২টি স্থানে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করছে রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। আর ডেঙ্গু চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক চিকিৎসক টিম গঠন করা হয়েছে। নার্স ও স্বাস্থ্যকর্মীরা পালাক্রমে ডেঙ্গু ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন।

রাজশাহী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফএম শামীম আহম্মেদ জানান, অনেকেই তীব্র জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। হাসপাতালের ল্যাবে মাত্র ৬০ টাকা ফিতে তারা ডেঙ্গু পরীক্ষা করাতে পারছেন। ডেঙ্গু শনাক্ত হলে বিশেষ ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধারণ জ্বর বা টাইফয়েড শনাক্ত হলে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। যাদের জ্বর তীব্র নয় তাদের জরুরি বিভাগ বা ওয়ার্ড থেকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, নগরীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় রাসিকের উদ্যোগে নগরীতে মোট ১২টি স্থানে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ১১টি বিভিন্ন ওয়ার্ড এলাকায় থাকা নগর স্বাস্থ্য কেন্দ্র ও অন্যটি হলো রাসিকের মালিকানাধীন রাজশাহী সিটি হাসপাতালে।

ডা. আঞ্জুমান আরা আরও জানান, রাসিকের এসব কেন্দ্রে বিনামূল্যে রোগীর ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। প্রতিদিন ২৫ থেকে ৩০ জন আসছেন ডেঙ্গু পরীক্ষা করাতে। ডেঙ্গু পরীক্ষায় অর্ধেকের বেশি জ্বরাক্রান্ত রোগীর ডেঙ্গু শনাক্ত হচ্ছে। তাদের স্লিপ দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

অন্যদিকে মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগী রোগী ও স্বজনরা। রাজশাহী সিভিল সার্জন অফিস থেকে ডেঙ্গু পরীক্ষার জন্য ৩০০ টাকা ফি নির্ধারণ করে দিলেও কয়েকটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এই ফি ৫০০ থেকে ৬০০ টাকা করে আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে জানতে চাইলে রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক বলেন, আমরা যতটুকু জানি ডেঙ্গু পরীক্ষায় ৩০০ টাকা ফি নেওয়া হচ্ছে প্রাইভেট ক্লিনিক ও প্যাথলজি সেন্টারগুলোতে। অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে কেউ অভিযোগ করলে বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দেখা হবে। অভিযোগ সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD