May 5, 2024, 3:31 pm

চুলের পরিচর্যায় রসুন

যমুনা নিউজ বিডিঃ রসুন কেবল খাবারের স্বাদ বৃদ্ধিতেই সীমাবদ্ধ নয়। এর রয়েছে আরো অনেক গুণ। জৈব গুণসম্পন্ন এই ঝাঁঝালো মশলাটি চুলের গোড়া মজবুত করে চুল ঝরে পড়া রোধ করে। এছাড়াও মাথার ত্বকে রসুনের রস লাগালে নতুন চুল গজায়।

সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, রসুনে থাকা জিঙ্ক এবং কপার মাথার তালুর রক্ত চলাচল বাড়ায়। মাথার ত্বকের ইনফেকশন ও খুশকির সমস্যাও দূর করে। রসুনের রসে প্রচুর পরিমাণ অ্যালিসিন থাকে যা রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে।

প্রস্তুত প্রণালী

রসুনের কয়েকটি কোয়া রস করে নিন। এক টেবিল চামচ রসুনের রসের সঙ্গে আধা কাপ নারকেল তেল মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিন। কুসুম গরম হয়ে আসলে এটি মাথার তালুতে চুলের গোড়ায় ম্যাসাজ করে লাগান। মাথায় এক ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। পরে কন্ডিশনার ব্যবহার করুন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD