September 27, 2023, 8:20 am

সান্তাহার স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে দুপচাঁচিয়ার জয়

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজ শনিবার (১৫ জুলাই) এর খেলায় দুপচাচিয়া উপজেলা একাদশ জয় পেয়েছে। সান্তাহার আধুনিক স্টেডিয়াম ভেন্যুতে বিকেলে অনুষ্ঠিত খেলায় দুপচাঁচিয়া উপজেলা একাদশ ২-১ গোলে কাহালু উপজেলা একাদশকে হারায়।

তীব্র উত্তেজনাপুর্ন এই খেলার প্রথমার্ধে দুপচাঁচিয়া উপজেলা একাদশ ২-০ গোলে এগিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্থে কাহালু উপজেলা একাদশ প্রভাব বিস্তার করে একটি গোল দেয়। খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত আর কোন দলই গোল করতে না পারায় জয় নিয়েই মাঠ ছাড়ে দুপচাঁচিয়ার খেলোয়াড়েরা।

এর আগে এই ভেন্যুতে প্রধান অতিথি হিসাবে খেলা উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। আদমদীঘি উপজেলা উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ রনি, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহি অফিসার সুমন জিহাদী, সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম, আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা, ওসি রেজাউল করিম, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, শ্রমিক নেতা রাশেদুল ইসলাম রেজা, আদমদীঘি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, নাহিদ সুলতানা প্রমুখ।

আগামীকালকের খেলা: সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গাবতলী উপজেলা একাদশ সারিয়াকান্দি উপজেলা একাদশের মোকাবেলা করবে।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD