October 3, 2023, 3:16 pm

আরিফুজ্জামান ভোলার নতুন ডিসি

যমুনা নিউজ বিডিঃ পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের একান্ত সচিব (পিএস) আরিফুজ্জামান ভোলার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ৬ জুলাই তাকে শরীয়তপুরের ডিসি হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তী আদেশে তাকে ভোলার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। আজ শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে,পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. গোলাম মওলাকে নওগাঁর ডিসি হিসেবে বদলি করা হয়েছে। মুন্সীগঞ্জের ডিসি কাজী নাহিদ রসুলকে গাইবান্ধার ডিসি হিসেবে বদলি করা হয়েছে। ভোলার ডিসি মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে শরীয়তপুরের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আর শরীয়তপুরের ডিসি আরিফুজ্জামানকে ভোলার ডিসি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD