October 3, 2023, 3:00 pm

বগুড়ায় আইডিয়াল স্কুল সংলগ্ন খেলার মাঠ রক্ষায় এলাকাবাসির মানববন্ধন

স্টাফ রিপোর্টার: বগুড়ার এক চিহ্নিত ভূমিদস্যুর নজর পড়েছে শহরের বড়গোলা টিনপট্টি এলাকায় অবস্থিত সরকারি আইডিয়াল স্কুল সংলগ্ন খেলার মাঠের প্রতি।

মাঠটি জোরপূর্বক দখল ও বিক্রি থেকে রক্ষা করতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। উক্ত মানববন্ধনে এলাকার ছাত্র-শিক্ষক, ক্রীড়াপ্রেমী, মন্দির কমিটিসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আজ বুধবার (১২ জুলাই) সকালে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এটিএন নিউজের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্র্রধান বড়গোলা টিনপট্টি নারায়ণ বিগ্রহ মন্দিরের সভাপতি চপল সাহা, বগুড়া জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক সাবেক পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, নিয়াজুল ইসলাম মোশারফ, সাইফুল ইসলাম লেবু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৫২ সালে বগুড়া আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকে এই স্কুলে ১২ শতক জায়গা স্কুল মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। নারায়ণ বিগ্রহ মন্দিরের এই জায়গাটি মন্দির কমিটি কখনোই খেলাধূলার বিঘ্ন ঘটাবে বলে দখলে নেয়নি। সম্প্রতি কিছু বহিরাগত ব্যক্তি মন্দির কমিটিতে ঢুকে খেলার মাঠটি ২০২২ সালে বিক্রির চেষ্টা করে।

কিন্তু মন্দিরের মূল কমিটি কখনোই বিক্রির পক্ষে ছিলো না। ওই সময় মাঠ রক্ষা কমিটির প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে আবারও চক্রটি সক্রিয় হয়ে উঠেছে এবং মাঠটি বিক্রির অপতৎপরতা শুরু করেছে। এ অপচেষ্টাকে প্রতিহত করার জন্য এলাকাবাসীসহ সর্বমহল সোচ্চার হয়েছে।

মাঠটি রক্ষা করতে এবং তা বিক্রির অপচেষ্টা থেকে নিবৃত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। নারায়ণ বিগ্রহ মন্দির কমিটির সভাপতি চপল সাহা বলেন, মাঠটি আমাদের গর্বের জায়গা।

আমরা এ মাঠে খেলাধুলা করে বড় হয়েছি, আমাদের বর্তমান প্রজন্ম এ মাঠে খেলাধূলা করছে। কিছু কুচক্রী ব্যক্তি মাঠটি বিক্রির জন্য উঠেপড়ে লেগেছে। আমরা জীবন থাকতে এমাঠ বিক্রি হতে দেবোনা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD