September 26, 2023, 4:52 am

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাফিজার রহমান (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।আজ মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি নন্দীগ্রাম উপজেলার কুমিরা গ্রামে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিক আমিন কাজল বিষয়টি নিশ্চিত করে বলেন,  ডেঙ্গু রোগী হাফিজর রহমানকে গতকাল সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

ডা. কাজল আরো জানান, গত ৬ জুলাই তিনি বাড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হন। এরপর তাকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তার অবস্থার উন্নতি না হলে তাকে সোমবার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

তিনি বলেন মোহাম্মদ আলী হাসপাতালে আরো দুজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা উন্নতির দিকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD