September 26, 2023, 5:10 am

৭২ বছর বয়সী রজনীকান্তের নায়িকা তামান্না

যমুনা িনউজ বিডিঃ রাজনীকান্তের অভিনয় ক্যারিয়ার যখন শুরু, তখনও জন্মই হয়নি তামান্না ভাটিয়ার। তাদের বয়সের ব্যবধান ৪০ বছর। সেই ৭২ বছর বয়সী রজনীকান্তের নায়িকা হিসেবেই এবার দেখা যাবে তামান্নাকে।

আগামী ১০ আগস্ট মুক্তি পাচ্ছে এ জুটির প্রথম ছবি ‘জেলর’। সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম গান ‘কাভালা’। যেখানে ‘হুকস্টেপে’ অভিনেত্রীর সঙ্গে নিজস্ব ভঙিতে পা মিলিয়েছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় ছবির মেগাতারকা। অনেকেই তার এই ম্যাজিকে মুগ্ধ হয়েছেন। আবার সমালোচকরা তাদের বয়সের ব্যবধান নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি।

নেটিজেনদের অনেকে আবার বয়স নিয়ে কথা তুলতে একদমই নারাজ। তাদের কথায়, রজনীকান্ত ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতাদের একজন। বয়সের হিসাব কষে নির্দিষ্ট কোনো চরিত্রে তাকে বেঁধে রাখা যাবে না। তিনি চিরতরুণ। এ কারণে এ অভিনেতার বিপরীতে কে থাকছেন তা মুখ্য নয়। নেটিজেনদের কথার সঙ্গে একমত পোষণ করেছেন তামান্না নিজেও।

তার কথায়, ‘রজনীকান্তের সঙ্গে অভিনয় মানেই যে কোনো শিল্পীর স্বপ্ন পূরণ হওয়া। তাই জেলর ছবিতে তার বিপরীতে কাজ করতে পারা সৌভাগ্যের বলেই মনে করি।’ নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলর’ ছবিতে রজনীকান্ত-তামান্না জুটি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রামা কৃষ্ণন, শিব রাজকুমার, মোহনলাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD