September 27, 2023, 9:10 am
যমুনা নিউজ বিডিঃ আমির খানের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘লগানে’ অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী রেচেল শেলি। আমিরের বিদেশি প্রেমিকা রূপে এলিজাবেথ চরিত্রে দেখা যায় শেলিকে।
তবে দীর্ঘ ২২ বছর পর আবার নাকি বলিউডের পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে। ফিরছেন সুদীপ শর্মা পরিচালিত ওয়েব সিরিজ ‘কোহরা’-র মাধ্যমে।
এমন খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।
সিরিজটির ট্রেলার নাকি ইতোমধ্যেই সাড়া ফেলেছে। থ্রিলার ঘরানার ওয়েব এই সিরিজের শুটিং হয়েছে করোনাকালীন সময়ে। সিরিজে রেচেলকে নেওয়ার বিষয়ে পরিচালক সুদীপ শর্মা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি এমন একজন ব্রিটিশ অভিনেত্রীকে চেয়েছিলাম, যিনি ভারতীয় শুটিং স্টাইল, কাজকর্মের সঙ্গে পরিচিত। ‘
এই পরিচালক বলেন, ‘আমার সিরিজের বাজেটও কম ছিল। তাই নামি, ভীষণ খ্যাতনামা কাউকে নেওয়া সম্ভব ছিল না। আর যেহেতু রেচেল এখানে আগে কাজ করেছেন, তাই তার কাছেই গিয়েছিলাম। আর উনি যেহেতু লগানে কাজ করেছেন, তাই জানেন যে এখানে শুটিং কেমন। ’
নির্মাতা জানিয়েছেন, বিয়ের আগে বিদেশে এক পাঞ্জাবি নাগরিকের মৃতদেহ উদ্ধার ঘিরে এই সিরিজটির গল্প আবর্তিত হয়েছে। ১৫ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।