September 24, 2023, 4:12 am
যমনা নিউজ বিডিঃ দেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ এবং নৃত্যশিল্পী শিবলী মহম্মদের মা জেবুন্নেছা সলিমউল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শনিবার ( ৮ জুলাই) ভোররাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ছেলে সাদি মহম্মদ।
সাদি জানান, ৭১ সালের ২৬ মার্চের রাতে হানাদার বাহিনী থেকে বাঁচতে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়েন আমার মা। তারপর থেকেই দুটো পা অকেজো হয়ে দীর্ঘ ১৫ বছর হুইল চেয়ারে বসেই সংসার সামলিয়েছেন। মানুষ করেছেন ১০ সন্তানকেও। অন্তহীন আকাশ সেই মা আজ আর নেই।
বীর মুক্তিযোদ্ধা শহীদ সলিমউল্লাহর অর্ধাঙ্গিনী ছিলেন তিনি। ১৯৭১ সালে পাকিস্তানি সেনারা মোহাম্মদপুরের বাড়ি পুড়িয়ে সাদি ও শিবলীর বাবাকে হত্যা করে। তাই মোহাম্মদপুর কবরস্থানেই মায়ের জানাজা ও দাফন হবে বলে জানান সাদি মহাম্মদ।