October 3, 2023, 1:58 pm
শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর বাছেত সরকার (৫৫) নামে এক ব্যক্তির পাট ক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বাছেত শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত সিফাতের পুত্র। সে পেশায় শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে বালামের (নকল) কাজ করতেন।
নিহতের পুত্র পারভেজ হোসেন বলেন, গত মঙ্গলবার তার বাবা বিকাল থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের লোকজন তাদের আত্মীয়- স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেও তাকে পায়নি। পরের দিন বুধবার বিকালে নিখোঁজ মর্মে শিবগঞ্জ থানায় একটি জিডি দায়ের করেন, যার নং ২২৮। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ৭টায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের খামারপাড়া গ্রামে কয়েকজন কৃষক জমিতে কলা কাটতে গিয়ে পঁচা দুর্গন্ধ পায়। একপর্যায়ে তালাশ করতে পাটক্ষেতে গেলে অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পায়। কিন্তু লাশটি পঁচন ও অর্ধগলিত হওয়ায় বিপত্তি সৃষ্টি হয়। নিহতের পরিবারের লোকজন সেখানে উপস্থিত হলেও মরদেহটি বিকৃত হওয়ায় তাকে কেউ চিনতে পারে না। পরে সিরাজগঞ্জ সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দিলে তারা দুপুর ২টায় ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ ও গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেন। তারা নিহতের পড়নের পাঞ্জাবির পকেট থেকে ১টি সিম্ফনি কালো রঙের বাটন মোবাইল ফোন, ১টি গুলের কৌটা, ইনহেলার ও পায়ের স্যান্ডেল উদ্ধার করেন। মোবাইল ফোন, গুলের কৌটা ও স্যান্ডেল দেখেই নিহত বাছেতের ছেলে পারভেজ তার পিতার লাশ বলে শনাক্ত করেন। এরপর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে নিহতের বরাত দিয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর যদি এটা হত্যাকান্ড হয় তবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মরদেহটি দেখতে সেখানে হাজার হাজার নারী-পুরুষের ভিড় জমে।