September 26, 2023, 11:35 pm
সিলেট প্রতিনিধিঃ সিলেট-তামাবিল সড়কে বাস-ইজিবাইক সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দশটার দিকে দরবস্ত এলাকায় এই দুর্ঘনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার।
নিহতরা হলেন, উপজেলার বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫) এবং দিঘীরপাড় গ্রামের আব্দুস শুকুরের ছেলে মতিন কাছাই (৪৫)।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক বলেন, ‘দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।