September 28, 2023, 12:40 am
যমুনা নিউজ বিডিঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘সারাদেশে পরিবর্তনের হাওয়া বইছে। এই ভোটচোরের নেতৃত্বে বাংলাদেশে আর কোনো ভোট হবে না।’
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে খুলনা জেলা আইনজীবী মিলনায়তনে খুলনায় শ্রমিক জাগরণ সমাবেশের প্রস্তুতিমূলক এক সভায় তিনি এ কথা বলেন।
তিনি জানান, খুলনায় আগস্টের মাঝামাঝি সময়ে শ্রমিক জাগরণের সমাবেশ অনুষ্ঠিত হবে। খুলনার মৃত শিল্পাঞ্চলকে আবারো জাগিয়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য-বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, ‘বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে সংলাপের প্রস্তাব দেয়া হচ্ছে। কিন্তু আগে তাদের পদত্যাগ করতে হবে, তারপর সংলাপের বিষয় বিএনপি ভাববে।’
শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো: আনোয়ার হোসাইন।