September 26, 2023, 9:45 pm

সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি ও সলিড স্পারের ৩০ মিটার ধস

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ গত এক সপ্তাহ ধরে যমুনায় অব্যাহত পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে সিরাজগঞ্জের কাজিপুর সলিড স্পারের অন্তত ৩০ মিটার এলাকা ধসে গেছে।
শুক্রবার (৭ জুলাই) ভোরে কাজিপুর যমুনা নদীর মেঘাই ১নং সলিড স্পার এলাকায় এ ধস দেখা দেয়। এ বাধটি পুরোপুরি ধসে গেলে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানায়।

কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব জানান, যমুনা নদীতে গত কয়েকদিন ধরে পানি বাড়ছে। পানি বাড়ার ফলে আজ ভোর ৫টা থেকে মেঘাই ১নং সলিড স্পার এলাকায় ধস শুরু হয়েছে। ভোররাতে দ্রুতই ওই স্পারের প্রায় ৩০/৩৫ মিটার নদীগর্ভে চলে গেছে আরো যাওয়ার সম্ভাবনা আছে।

তিনি বলেন, এ স্পারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হলে, মডেল মসজিদ, কাজিপুর থানা, খাদ্য গুদাম, রেজিস্ট্রি অফিস, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ ভবনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে।

কাজিপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কাজী মো. অনিক ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব আমাকে স্পার ধসে যাওয়ার বিষয়টি জানিয়েছেন। তাৎক্ষণিক আমি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের অবগত করেছি। ইতোমধ্যেই পাউবোর লোকজন ঘটনাস্থলে পৌঁছেছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে আমর দ্রুত ঘটনাস্থলে চলে এসেছি। সলিড স্পারের অন্তত ৩০ মিটার এলাকা ধসে গেছে। আপাতত জিও ব্যাগ ডাম্পিং করে ধস ঠেকানোর চেষ্টা করছি।

উল্লেখ্য ১৯৯৭ সালে কাজিপুর উপজেলা রক্ষায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম এমপির প্রচেষ্টায় মেঘাই খেয়াঘাট এলাকায় ৩শ মিটার স্পার নির্মাণ করা হয়। ২০১২ ও ২০১৩ সালে স্পারটির মূল অংশের দেড়শো মিটার ধসে যায়। পরবর্তীতে স্পারের মাটির অংশটুকু রক্ষায় সিসি ব্লক দিয়ে প্রটেকশন দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD