September 26, 2023, 6:05 am

কোরআন অবমাননার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুক্রবার

যমুনা নিউজ বিডিঃ সুইডেনে পবিত্র কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (৭ জুলাই) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে থেকে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

এ ছাড়াও বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

এদিকে, গত মঙ্গলবার (৪ জুলাই) রাতে এক বিবৃতিতে শুক্রবার দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল সফল করার আহ্বান জানান জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।

উল্লেখ্য, সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে গত ২৮ জুন পবিত্র কুরআনে অগ্নিসংযোগ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD