September 26, 2023, 5:04 am

বগুড়ায় বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় শুরু হয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ। বুধবার (৫ জুলাই) দুপুরে বগুড়া পুলিশ লাইন্স মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।  এতে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

খেলায় অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে প্রধান অতিথি সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের জানমাল রক্ষার পাশাপাশি রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে। এই কাজের বাইরে শারীরিক সুস্থতা ও শরীরচর্চার অংশ হিসেবে খেলোয়াড়সুলভ মানসিকতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন। এটি আমাদের ছাত্রজীবনের এক্সট্রা কারিকুলামের মতই।’

তিনি আরও বলেন, ‘খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই, এটা খেলাধুলার একটা অংশ। আজ থেকে শুরু হওয়া এ খেলায় যাঁরা বিজয়ী হবেন না, তাঁরা আগামীতে যেন চ্যাম্পিয়ন হতে পারেন, সেই প্রচেষ্টা অব্যাহত রাখবেন।’

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বগুড়া হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমান, বিশেষ পুলিশ সুপার (সিআইডি) কাউছার শিকদার, বগুড়া পুলিশ লাইন্সের পুলিশ সুপার(ইন সার্ভিস) বেলাল হোসেন,  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে  ঢাকা রেঞ্জ বনাম রাজশাহী জেলা পুলিশ (আরএমপি) এবং রংপুর রেঞ্জ বনাম রাজশাহী রেঞ্জ খেলায় অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD