September 26, 2023, 6:50 am

ধর্মীয় স্থাপনায় হামলা, সৌদিতে ৫ জনের ফাঁসি কার্যকর

যমুনা নিউজ বিডি: সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় রাজ্যে অবস্থিত আল আহসা গর্ভনেটরের একটি ধর্মীয় স্থাপনায় হামলার দায়ে দেশটিতে পাঁচ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় সোমবার এ তথ্য জানায়।

যাদের ফাঁসি দেওয়া হয় তারা হলেন, মিশরের নাগরিক তালহা হিসাম মোহাম্মাদ আবদো, সৌদি নাগরিক আহমেদ বিন মোহাম্মাদ বিন আহমেদ আসিরি, নাসের বিন আবদুল্লাহ বিন মোহাম্মাদ আল মুসা, হামাদ বিন আবদুল্লাহ বিন মোহাম্মাদ আল মুসা এবং আবদুল্লাহ বিন আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল তুরাইজি।

ধর্মীয় স্থাপনায় হামলার ফলে পাঁচজন নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, তারা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।

মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, সৌদি সরকার নিরাপত্তা ব্যবস্থার প্রতি বদ্ধ পরিকর। এছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠায় সৌদি সরকার সব সময় গুরুত্ব আরোপ করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD