September 26, 2023, 10:24 pm
যমুনা নিউজ বিডিঃ দীর্ঘ ১২ বছর ধরে পলাতক থাকা ‘নতুন বাংলাদেশ‘ দলের চেয়ারম্যান ও চার মামলার পলাতক আসামি আকবর হোসেন ফাইটনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণাসহ চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি তিনি।
রোববার (২ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে টাঙ্গাইলের ভূঞাপুর থানা পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আহমেদ।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ফাইটন উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গোপাল এলাকার আশরাফ হোসেনের ছেলে। তিনি নিজেকে ‘নতুন বাংলাদেশ’ দলের চেয়ারম্যান বলে পরিচয় দেন। সোমবার (৩ জুলাই) দুপুরে ফাইটনকে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, প্রতারণার একটি মামলায় সাজা ও আরও তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর ফাইটন প্রায় ১২ বছর আগে আত্মগোপনে চলে যান। এরপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। চারটি মামলার পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে প্রযুক্তির সহায়তায় গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, তিন মাস ধরে ফাইটনের অবস্থান জানার জন্য চেষ্টা করা হয়। নাম-ঠিকানা দিয়ে নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয়। এরপর ভোটার আইডি কার্ড দিয়ে একটি মোবাইল নম্বর বের করা হয়। তিনি ওই পরিচয়পত্র দিয়ে মোবাইল সিমকার্ড নিয়েছিলেন। মোবাইল নম্বরের সূত্র ধরে প্রথমে নারায়ণগঞ্জে অভিযান চালানো হয়। কিন্তু নারাগণগঞ্জে ওই নম্বরটি এক নারী ব্যবহার করেন।
এসআই ফরিদ আরও জানান, এক সময় ওই নারীর অধীনে ফাইটন ম্যানেজারের চাকরি করতেন। পরে তার ব্যবহৃত সিমকার্ডটি রেখে কর্মচারীদের কয়েক মাসের বেতন নিয়ে পালিয়ে যান। ওই নারীকে দিয়ে ফাঁদ তৈরি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফাইটনকে গ্রেফতার করা হয়।
এসআই ফরিদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইটন ‘নতুন বাংলাদেশ’ নামে একটি দল গঠনের কথা স্বীকার করেছেন। বর্তমানে উচ্চ আদালতে রিট পিটিশনে রয়েছে। সারাদেশেই তার দলের কমিটি রয়েছে। হিরো আলম তার দলের প্রধান সদস্য। জাতীয় নির্বাচনে হিরো আলম ‘নতুন বাংলাদেশ’ দল থেকে নির্বাচন করবে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ফাইটন।