September 26, 2023, 6:24 am
কাপাসিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখা সংসদের উদ্যোগে বর্ষা উৎসব ১৪৩০ পালিত হয়েছে। গত কাল সোমবার (৩ জুলাই ) বিকেলে উদীচী স্হানীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখা সংসদের সভাপতি সাংবাদিক নূরুল আমীন সিকদার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন কাপাসিয়া ডিগ্রি কলেজ সাবেক উপাধ্যক্ষ আমজাদ হোসেন, সাবেক অধ্যাপক সাইফুল ইসলাম, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কাপাসিয়া শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান, কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাইফুন নাহার মেরিনা , সাইদুল ইসলাম রনি,। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চম্পা রানী দাস, সাইফ সাইফুল, মারুফ হোসেন, মাসপিয়া,একা, ইব্রাহিম, হুমায়ুন কবির প্রমুখ।