September 24, 2023, 4:06 am

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মার্টিনেজ

যমুনা নিউজ বিডিঃ বাংলাদেশের ফুটবল সমর্থকদের ভালোবাসার টানে মাত্র ১১ ঘণ্টার ঝটিকা সফরে আজ সোমবার ঢাকায় এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ভোরে ঢাকায় পা রাখেন তিনি। এরপর হোটেল ওয়েস্টিনে যান। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে অংশ নেন বাংলাদেশ সফরে তার স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সটের প্রোগ্রামে।

এরপর দুপুরে (বেলা ২টার দিকে) তিনি সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি উপহার দেন।

এর আগে স্পন্সর প্রতিষ্ঠানের প্রগতি সরণীর কার্যালয়ে মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তাকে পাটের তৈরি নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার দেওয়া হয়। স্পন্সর প্রতিষ্ঠান তাকে বাজপাখি উপহার দেয়। উপহারগুলো পেয়ে তিনি ভীষণ খুশি হন।

এ সময় তিনি বাংলাদেশ আবারও আসতে চেয়েছেন। বাংলাদেশের ফুটবল ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। এখানে এসে ফুটবল খেলতে চেয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেলেই তিনি ঢাকা ত্যাগ করবেন। যাবেন কলকাতায়। সেখানে তিনদিন তিনি বিভিন্ন প্রগ্রামে অংশ নিবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD