admin
- Saturday, June 10, 2023 / 158 বার পঠিত
ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় জমির দ্বন্দ্ব নিয়ে সালিস বৈঠকের সময় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ একই পরিবারের পাঁচ সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন, বগুড়া শহরের ফুলবাড়ী মৃধাপাড়া এলাকার ইদ্রিস আলী মৃধা (৭৮) তার বড় ছেলে রফিকুল ইসলাম অরুণ (৫৩), মেজ ছেলে রাজ মাহমুদ কাওছার (৪২), ছোট ছেলে মোহাম্মদ আলী (৩৫) ও অরুণের ছেলে শাওন মৃধা (২৩)। আহত অরুণ পৌর আওয়ামী লীগ ১৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ও কাউছার ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। হামলার বিষয়টি নিশ্চিত করেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়। আহতদের তিনি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। রাজু হোসেন বলেন, কাওছার ও শাহিনুর এরা দুজনেই মৃধা বংশের, চাচাতো-জ্যাঠাতো ভাই। ফুলবাড়ী মৃধা পাড়ার প্রায় ১১ শতক জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। আমার কাছে এর আগেও দু’বার এই বিষয়ে সালিসে বসেছিলেন তারা। কিন্তু কোনো পক্ষই কারো কথা শোনেন না। কাউন্সিলর আরও বলেন, আজকেও দু পক্ষের উকিল নিয়ে সকালে বসার কথা। বৈঠকে বসার আগেই নিজেদের মধ্যে তর্ক বাধিয়ে দেন কাওছার ও শাহিনুর। এ কারণে আমি তাদের অফিসের বাইরে গিয়ে আগে স্থির হতে বলি। কিন্তু বাইরের যাওয়ার পরপরই হামলার ঘটনা ঘটে। তবে তারা কতজন ছিল তা দেখিনি। বগুড়া সদরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন বলেন, পারিবারিক জমির দ্বন্দ্ব নিয়ে কাউন্সিলরের অফিসে একটি সালিস ছিল। সেখানে কথাকাটাকাটি বেশি হওয়ার কারণে কাউন্সিলর তাদের বাইরে যেতে বলেন। তারা বাইরে গেলে দু পক্ষের মধ্যে গণ্ডগোল বাঁধে। ওই সময় এক পক্ষ থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। তিনি বলেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভির ফুটেজ দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।