September 27, 2023, 8:51 am
ষ্টাফ রিপোর্টার: বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেছেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করে নিরাপদ বগুড়া গড়ে তোলা হবে। প্রতিটি এলাকায় মাদকের ভয়াবহতা রুখতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। প্রতিটি এলাকায় কমিউনিটি পুলিশিং রয়েছে। সরকারি জরুরি সেবা ৯৯৯ এ কল করে খবর দিন।
শুক্রবার বিকালে বগুড়া পৌর এলাকার মালতীনগর দক্ষিণ পাড়ায় কমিনিটি পুলিশিংয়ের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, মাদক বিরুদ্ধে জিরো টলারেন্স ঘেষণা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের যুদ্ধ অব্যাহত রয়েছে। মাদককে প্রতিটি জায়গা থেকে উৎখাত করা হবে। মাদককে উৎখাত করে আমরা স্বস্তির নিশ্বাস ফেলতে চাই। মাদক একটি পরিবার, সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মাদকাসক্তের কারণে সমাজে চুরি ছিনতাই বেড়ে যায়। তাই মাদক ব্যবসায়ী হুশিয়ারি দিয়ে বলতে চাই ভাল হয়ে যান। সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুন। নইলে মাদক ব্যবসায়ীদের করুণ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। মাদকের ভয়াবহতায় জেলা পুলিশ মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকা করেছে। যার মধ্যে শতাধিক মাদক ব্যবসায়ীকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
শুক্রবার ওই সমাবেশে মালতীনগর দক্ষিণ ও চকলোকমান উত্তরপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আরিফুজ্জামান আরজুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমএ বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়া কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু।
সহকারী অধ্যাপক মাহমুদুল বারী মান্নানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী, শিক্ষক আব্দুর রহমান ও বিডি ক্লিন এর বিভাগীয় সমন্বয়ক মাহবুব আলম জিয়ন।
সমাবেশে চকলোকমান উত্তর পাড়ার বেলাল সরকারের ছেলে মাদক ব্যবসায়ীকে সোহান সরকার আত্মসমর্পণ করেন। মাদক ব্যবসা থেকে ফিরে সুস্থ ভাবে জীবন যাপনের অঙ্গীকার করলে পুলিশ সুপার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আত্মসমর্পণ করা মাদক ব্যবসায়ীর উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসায় তার পাশে রয়েছে জেলা পুলিশ। তাকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। তাকে ভলেন্টিয়াররা পর্যেবক্ষণ করবে। যদি তাকে কেউ মাদক ব্যবসা করতে বাধ্য করার চেষ্ঠা করলে তার বিরুদ্ধে এবং সোহান যদি আবারও মাদক ব্যবসায় ফিরে যায় তবে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।