September 26, 2023, 9:46 pm

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে যানজট

যমুনা নিউজ বিডি: অতিরিক্ত যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনা ও চালকদের বেপরোয়া গাড়ির চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৮ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (১০ জুন) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু‌র পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে করে বিপাকে পড়েছে গন্তব্যে যাওয়া মানুষ।

বঙ্গসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের কামাক্ষা মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান উল্টে যায়। সেই পিকআপ ভ্যানটি সরাতে প্রায় ১ ঘণ্টার মতো সময় লেগে যায়। এছাড়াও মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। চালকরা বেপরোয়া গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়। আমরা সড়কে দায়িত্ব পালন করছি, দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD