October 3, 2023, 2:59 pm

নন্দীগ্রামে পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ১৬ আসামি গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ১৬ জন পরোয়ানা ভুক্ত আসামি কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অফিসার আনোয়ার হোসেন এর নির্দেশনায় এসআই মোঃ খাইরুল ইসলাম, এসআই বিকাশ চক্রবর্ত্তী, এসআই মোঃ মেহেদী হাসান, এসআই মোঃ তারিকুল ইসলাম, এসআই মোঃ শরিফুল ইসলাম, এসআই মোঃ শাহারুল আলম, এএসআই মোঃ আবুল কালাম আজাদ, এএসআই মোঃ হাবিবুর রহমান, এএসআই মোঃ সদরুল হাসান, এএসআই মোঃ মাসুদ রানা, এএসআই মোঃ মামুনুর রশিদ, এএসআই মোঃ দেলোয়ার হোসেন, এএসআই মোঃ মিন্টুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গত ৭ই জুন রাত ভর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ জাহাঙ্গীর আলম, পিতা-মৃত কাতেব আলী, সাং-ফোকপাল, মোঃ আঃ আরিফ লেবু, পিতা-আহসান হাবিব, সাং-আমড়া গোহাইল,  মোঃ মিজানুর রহমান, পিতা-মোসলেম উদ্দিন, সাং-ঢাকইর, সাজা প্রাপ্ত আসামী মোঃ এরশাদ আলী, পিতা-মোঃ কাছো, সাং-ধুন্দার দারোগাপাড়া, মোঃ শাহজাহান (৫০) পিতা- মৃত হাবিল সাং-পার্শন, হাফেজুল ইসলাম (৩৪) পিতা মোঃ রওশন আলী সাং-বিশার পাড়া, মোঃ সিদ্দিক আলী (৩২) পিতা-মৃত বদরুল ইসলাম সাং-গুনিয়া কৃষ্ণপুর, মোঃ মহসীন আলী, পিতা-ফজলুর রহমান, সাং-বিলসা, মোছাঃ অবিলা বেগম, স্বামী-মোঃ মাফবর আলী, সাং-ভাগবজর, মোঃ হারেচ আলী, পিতা-মোঃ ইসা মান, সাং-বেলঘড়িয়া, মোঃ শাহজাহান আলী, পিতা-মৃত গনির উদ্দিন, সাং-বেলঘরিয়া, মোঃ দুদু মিয়া, পিতা-মৃত মোবারক হোসেন, সাং-রিধইল, মোঃ গোলাম মোস্তফা, পিতা-মৃত লোকমান আলী, সাং-রিধইল, মোঃ বুলু মিয়া, পিতা-মোঃ লয়তুল্ল্যা, সাং-বিজরুল, মোঃ মেহেদী হাসান, পিতা মৃত আব্দুস সামাদ, সাং বিশা মধ্যপাড়া, মোঃ সোহাগ উদ্দিন, পিতা মোঃ আলাউদ্দিন, সাং মুরারীদিঘী সর্ব থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াদের গ্রেফতার করে।
আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD