September 27, 2023, 9:12 am

বগুড়ায় জেলা পরিষদের মার্কেট নির্মান, বন্ধ করলেন রেল কর্তৃপক্ষ

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় রেলের জায়গা দখল করে জেলা পরিষদের নির্মানাধীন মার্কেটের কাজ বন্ধ করলেন রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে দখল অভিযোগ তদন্ত করে এ কাজ বন্ধ ঘোষনা করেন বাংলাদের রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) পৌনেন্দ দেব।

জানা যায়, বগুড়া শহরের সূত্রাপুর মৌজার সি এস-১২২৬ সাবেক ১১৩৬ দাগে বগুড়া জেলা পরিষদের মার্কেট জবর দখল করে কাজ চলছে, এমন অভিযোগ তদন্ত করতে আসেন তিনি। এ সময় নির্মাণাধীন মার্কেটে উভয়পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করেন ও নির্মাণাধীন মার্কেটের চলমান কাজ বন্ধ ঘোষনা করেন।

এর আগেও বগুড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী ২ ধাপে কাজ বন্ধ করে দেয়। কিন্তু পরবর্তীতে নিষেধাজ্ঞা অমান্য করে কাজ শুরু করে জেলা পরিষদ।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) পৌনেন্দ দেব বলেন, যেহেতু জায়গাটা বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি, সেহেতু জেলা পরিষদ বে-আইনিভাবে মার্কেট নির্মাণ করছে। আমি মন্ত্রনালয়ের আদেশে তদন্ত করতে আসি ও চলমান কাজ বন্ধ করি। তারা মন্ত্রনালয়ে কথা বলে বিষয়টা সমাধান করবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD