October 3, 2023, 1:45 pm

তৌফিক-ই-ইলাহীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক

যমুনা নিউজ বিডিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (৭ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব মুকতাদির আজিজ।

তিনি বলেন, সকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কার্যালয়ে এসেছিলেন। সেসময় তার সঙ্গে দূতাবাসের একজন কর্মকর্তা ছিলেন। বৈঠকে কী বিষয়ে আলোচনা করেছেন তা জানি না।

এদিকে জানা গেছে, তৌফিক-ই-ইলাহী ও পিটার হাস প্রায় ঘণ্টা খানেক সময় ধরে আলোচনা করেন।

এ বিষয়ে জানতে তৌফিক-ই-ইলাহীর মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। বৈঠকের বিষয়ে মার্কিন দূতাবাস থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD