September 26, 2023, 11:09 pm
যমুনা নিউজ বিডিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় নিয়ম না মেনে ইট প্রস্তুুত করার দায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) দুপুরে রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস কর্তৃক রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নধীন বাগানটিলা এলাকায় নূর জাহান ব্রিকফিল্ডে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, লাইসেন্স ব্যতীত ইটভাটায় ইট প্রস্তুুত করায় ইটভাটার মালিক মো: আব্দুল মান্নানকে “ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩” এর ৪ ধারার অপরাধে একই আইনের ১৪ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, অভিযুক্ত ব্যক্তি অর্থদন্ডের অর্থ নগদ পরিশোধ করেন। সরকারি কোষাগারে আদায়কৃত অর্থ চালানের মাধ্যমে জমা দেওয়া হয়েছে।