November 1, 2024, 12:11 am
রাবি প্রতিনিধিঃ গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত মোট ২৯ দিনের ছুটি শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম এ তথ্য জানিয়েছেন। আর এ ব্যাপারে বিজ্ঞপ্তিও পাঠানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। আর অফিসসমূহ ১১ থেকে ১৫ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন বন্ধ ও ২৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অতি জরুরি বিভাগসমূহ যেমন- পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা ও টেলিফোন প্রভৃতি যথারীতি চালু থাকবে। এ ছাড়া উপাঁচার্যের দপ্তর, উপণ্ডউপাঁচার্য দপ্তর, কোষাধ্যক্ষ দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, আবাসিক হলসমূহ, ছাত্র-উপদেষ্টা দপ্তর, প্রক্টর অফিস, জনসংযোগ দপ্তর, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, হিসাব অফিস, প্রকৌশল দপ্তর, পরিবহন দপ্তর ও স্টুয়ার্ড শাখায় ২৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত নূন্যতম প্রয়োজনীয় জনবল রোস্টার ডিউটি পালন করবেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রোস্টার ডিউটির অফিস সময়সূচি হবে।