September 27, 2023, 8:46 am
স্টাফ রিপোর্টার: বগুড়ায় জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ জুন) বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে রাজশাহী জনসভায় হত্যার হুমকি, বিএনপি অরাজনৈতিক ও অশালীন বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে নেতিবাচক মনোভাব সৃষ্টির প্রতিবাদে সমাবেশ সঞ্চালনা করেন শেখ এজাজুল হক ডনেল।
বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, কামরুল মোর্শেদ আপেল, শহিদুল ইসলাম দুলু, মাহফুজুল আলম জয়, ইফতারুল ইসলাম মামুন প্রমুখ। সভা পরিচালনা করেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশের উন্নয়ন অগ্রগতি রুখে দিতে বিএনপি জোট চক্রান্ত করছে। তারা দেশের ও দেশের মানুষের কল্যাণ চায় না। বিএনপি জোট দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। একারণে তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে বার বার হত্যা চেষ্টা করছে।
কোন ষড়যন্ত্র দেশের উন্নয়ন অগ্রগতি রুখে দিতে পারবে না। মার্কিন ভিসা নীতি নিয়ে বিএনপি জোটের মাথা খারাপ হয়ে গেছে। তারা এটাকে ইস্যু তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। মার্কিন ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগের কোন মাথা ব্যাথা নেই আর সাধারণ মানুষ এটা নিয়ে চিন্তিত নয়। দেশের মানুষ উন্নয়ন অগ্রগতির সাথে রয়েছে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে রয়েছে দেশের জনগণ। বিএনপি জোট সরকার আমলে যারা বিদেশে অর্থ পাচার করেছে তারা জনসমর্থন হারিয়ে পালাতে চায়, তারাই ভিসা নীতি নিয়ে চিন্তিত। তারাই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজপথে যুবসমাজ কে সদা সক্রিয় থাকতে হবে।