September 27, 2023, 9:25 am

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক আটক

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালক মামুনুর রশীদকে (৪০) আটক করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার (৬ জুন) ভোরে নওগাঁ শহরের বালুডাঙা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প। আটক মামুনুর রশীদ বগুড়ার আদমদিঘী থানার রথবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর থেকে ঘাতক ট্রাকচালক মামুনুর রশীদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিত্বে নওগাঁ শহরের বালুডাঙা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে জেলার মহাদেবপুর থানায় একটি মামলা করা হয়েছে।

সোমবার (৫ জুন) দুপুরে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চকগৌরী হাট বাজারের পাশে বাগাচাড়া এলাকায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

নিহতরা হলেন অটোরিকশা চালক নওগাঁ শহরের চকপাথুরিয়া গ্রামের পাপ্পু সরদার (৫০), যাত্রী সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের সালামের ছেলে নাজমুল ইসলাম (২২) ও সাটিকাবাড়ি গ্রামের জব্বার চৌধুরীর ছেলে তানভীর আহমেদ চৌধুরীসহ (৪২) আরও একজন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD