April 18, 2024, 7:34 am

আদমদীঘিতে বার্মিজ চাকুসহ দুই যুবক গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মেলা থেকে বার্মিজ চাকুসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রোববার (২৮ মে) রাত ৮টায় আদমদীঘির কুন্দগ্রাম ইউপি’র শিববাটী মেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কাহালু উপজেলার চাকদাহ পশ্চিমপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে জোবায়েদ আলম ওরফে শাকিল (২৩) ও আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপি’র হলুদঘর পশ্চিমপাড়ার আনিছুর রহমানের ছেলে বুলবুল হোসেন ওরফে সুমন (২৬)। এ ব্যাপারে আদমদীঘি থানার উপ-পরিদর্শক নাজমুল হক মৃধা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গতকাল রোববার সকাল থেকে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের শিববাটী মেলা বসেছিল। মেলায় হাজার হাজার নারী-পুরুষ সমাগমের পাশাপাশি বিপুল দোকানপাট বসেছিল। সরকারিভাবে ডাকের মেলা হওয়ায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ মেলার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে। রাত ৮টার দিকে তল্লাশিকালে জোবায়েদ আলম ওরফে শাকিল ও বুলবুল হোসেন ওরফে সুমনের দেহ তল্লাশি করে তাদের দুজনের জিন্সের প্যান্টের পকেট থেকে একটি করে দু’টি সিলভার রংয়ের ১০ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত ফোল্ডিং বার্মিজ চাকু উদ্ধার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতদের আজ সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD