March 28, 2024, 12:58 pm

বন্ধ থাকছে ভাইবার, হোয়াটসঅ্যাপ

দেশে দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক খুলে দেওয়া হলো। তবে এখনই খুলছে না বন্ধ থাকা অন্যান্য অ্যাপ ও মেসেঞ্জার সার্ভিস। এসব অ্যাপসের মধ্যে রয়েছে ভাইবার, হোয়াটসঅ্যাপ, ট্যাঙ্গো লাইন ইত্যাদি। দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সংবাদ সম্মেলনের মাধ্যমে ফেসবুক পুনরায় চালু করার ঘোষণা দেন।

তিনি জানান, ফেসবুক খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ফেসবুক খুললেও খুলছে না বন্ধ হওয়া সামাজিক যোগাযোগের অন্য সব মাধ্যম। তারানা হালিম সাংবাদিকদের জানান,  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে নির্দেশনা পাঠানো হয়েছে। ইতিমধ্যে ফেসবুক খুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকা অন্যান্য অ্যাপস বন্ধ থাকবে। তবে বন্ধ থাকা অন্য সব অ্যাপগুলো কবে নাগাদ খুলে দেওয়া হবে সে বিষয়ে কিছু জানাননি প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD