September 20, 2024, 8:01 am

ভারতে সেনা ঘাঁটিতে গোলাগুলি, নিহত ৪

যমুনা নিউজ বিডিঃ ভারতের পাঞ্জাবে একটি সেনা ঘাঁটিতে গোলাগুলিতে চারজন নিহত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সকালে পাঞ্জাব রাজ্যের বাথিন্দা সেনা ঘাঁটিতে এ ঘটনা ঘটে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে। সেখানে কুইক রেসপন্স টিমের সদস্যদের পাঠানো হয়েছে। দায়ী ব্যক্তিদের খোঁজে সার্চ অপারেশন চলছে।

ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে এ ঘটনা ঘটতে পারে।

এদিকে বাথিন্দার পুলিশ জানিয়েছে, তারা সেনা ঘাঁটির বাইরে অপেক্ষা করছেন। তবে সেনাবাহিনী এখনও তাদের সেখানে প্রবেশের অনুমতি দেয়নি। সূত্র : এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD