September 16, 2024, 11:34 pm
যমুনা নিউজ বিডিঃ গ্রাহকদের কথা বিবেচনা করে প্রতিবছরই ঈদের আগের মুহূর্তে বাজারে নতুন টাকার নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত রোববার থেকে ঢাকা, গাজীপুর ও নারায়গঞ্জ অঞ্চলের ৩২টি ব্যাংকের ৪০টি শাখার মাধ্যমে নতুন টাকার বিনিময় শুরু হয়েছে। এ বছর মোট ১৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এর সমপরিমাণ টাকার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নতুন টাকা দিচ্ছে তফসিলি ব্যাংকগুলোকে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ৯ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) ৩২টি ব্যাংকের ৪০টি শাখার মাধ্যমে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে চার ধরনের নতুন নোট (৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নোট) বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।
যেসব ব্যাংকের শাখায় মিলবে নতুন নোট:
এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক বাবু বাজার শাখা, পূবালী ব্যাংক সদরঘাট শাখা, জনতা ব্যাংক আব্দুল গণি রোড করপোরেট শাখা, অগ্রণী ব্যাংক জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, রূপালী ব্যাংক স্থানীয় কার্যালয়, এক্সিম ব্যাংক মতিঝিল শাখা। সোনালী ব্যাংক রমনা করপোরেট শাখা, ওয়ান ব্যাংক বাসাবো শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক নন্দীপাড়া শাখা, এনসিসি ব্যাংক মালিবাগ শাখা, অগ্রণী ব্যাংক রামপুরা টিভি শাখা, এবি ব্যাংক প্রগতি সরণি শাখা, প্রিমিয়ার ব্যাংক বসুন্ধরা শাখা, প্রিমিয়ার ব্যাংক বনানী শাখা, ব্যাংক এশিয়া বনানী-১১ শাখা, আইএফআইসি ব্যাংক গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখা, সাউথইস্ট ব্যাংক কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংক বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, প্রাইম ব্যাংক এ্যালিফেন্ট রোড শাখা, ডাচ্-বাংলা ব্যাংক নিউমার্কেট শাখা, ব্যাংক এশিয়া ধানমন্ডি শাখা, সাউথইস্ট ব্যাংক মোহাম্মদপুর শাখা, ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখা, সোনালী ব্যাংক জাতীয় সংসদ ভবন শাখা, ডাচ্-বাংলা ব্যাংক মিরপুর শাখা, এক্সিম ব্যাংক মিরপুর শাখা, দি সিটি ব্যাংক বেগম রোকেয়া সরণি শাখা, জনতা ব্যাংক রজনীগন্ধা, ঢাকা (সাবেক কচুক্ষেত করপোরেট শাখা); ডাচ্-বাংলা ব্যাংক এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা (দক্ষিণখান, উত্তরা), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গাউসুল আযম এভিনিউ শাখা, রূপালী ব্যাংক উত্তরা মডেল টাউন করপোরেট শাখা, সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখা (গাজীপুর), মার্কেন্টাইল ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংক শিমরাইল শাখা (নারায়ণগঞ্জ), ইসলামী ব্যাংক বাংলাদেশ কাচপুর, নারায়ণগঞ্জ) শাখা, প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংক কেরানীগঞ্জ শাখা।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নতুন বিল্ডিংয়ের নিচতলা থেকেও নতুন টাকার নোট নিতে পারছেন গ্রাহকরা। কোনো ব্যক্তি যেন একাধিকবার নতুন টাকা নিতে না পারেন এ জন্য এনআইডি কার্ড দিয়ে টাকা নিতে হচ্ছে। এখান থেকেও একজন সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা নিতে পারছেন।