September 20, 2024, 6:10 pm

যাত্রীবাহী ট্রেনে মিলল ২০ লাখ টাকার হেরোইন

যমুনা নিউজ বিডিঃ চুয়াডাঙ্গায় চোরাচালানের সময় যাত্রীবাহী ট্রেনে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের ১ কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দর্শনা রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে বগির ক্যারিয়ারের ওপর রাখা একটি শপিং ব্যাগ থেকে ১ কেজি ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এ ঘটনায় দর্শনা থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD