May 29, 2023, 11:49 am
মোকামতলা প্রতিনিধিঃ মাহে রমজানে বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় যানজট ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবালের সঞ্চালনা ওসিনিয়র সহকারী পুলিশ সুপার তানভির হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার।
এসময় মোকামতলা ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ হাসানুজ্জামান, মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব সবুজ,মোকামতলা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মারুফসহ প্রমুখ উপস্থিত ছিলেন।