April 25, 2024, 8:13 pm

দেশের বাজারে কমল সোনার দাম

যমুনা নিউজ বিডিঃ  টানা কয়েক দফা বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালোমানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালোমানের প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে ৯২ হাজার ২৬২ টাকা।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বাজুসের স্ট্যান্ডি কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়।

কমিটির চেয়ারম্যান এম. এ. হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রোববার (৫ ফেব্রুয়ারি) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।

গত মার্চ থেকে চলতি ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বাজারে মোট ২৫ বার সমন্বয় করা হয়েছে মূল্যবান এই ধাতুটির দাম। এর মধ্যে বেড়েছে ১৪ বার আর কমেছে ১১ বার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD