September 8, 2024, 6:43 am

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা বাংলাদেশের মেয়েদের

যমুনা নিউজ বিডিঃ নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ঘরের মাঠে নেপালকে ৩-১ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। এর আগে, দিনের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে হারিয়েছে ভারত। কমলাপুরে শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ৩ মিনিটে রিপার অ্যাসিস্টে স্বাগতিকদের এগিয়ে নেন আকলিমা খাতুন। ৯ মিনিটের মধ্যে একাধিকবার ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল, তবে হয়নি। ম্যাচের ১৩ মিনিটে এবার আকলিমার পাস থেকে গোল করেন অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র।

ম্যাচের ২৪ মিনিটে একটি গোল পরিশোধ করে নেপাল। সফরকারীদের আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে কর্নার হয়। সেই কর্নার থেকে গোল পায় তারা৷ মনমায়া দামাইয়ের নেয়া শট পোস্টের ভেতরের অংশে লেগে গোল হয়। গোল হজম করলেও প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক শট নেন আফিদা। তবে সেটি দুর্দান্তভাবে সেভ করেন নেপালের গোলরক্ষক। শেষ পর্যন্ত ইনজুরি সময়ে গোল পায় বাংলাদেশ। শাহেদা আক্তার রিপা ডান প্রান্ত থেকে দুর্দান্ত শটে গোল করলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD