April 20, 2024, 7:14 am

রিজার্ভ থেকে ডলার বিক্রির রেকর্ড

যমুনা নিউজ বিডিঃ চলতি অর্থবছরের সাত মাসে রেকর্ড ৯২০ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলমান ডলার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংক নানা পদক্ষেপ নিয়েছে। তারপরও সংকট কাটছে না। ফলে জরুরি আমদানির দায় মেটাতেই রিজার্ভ থেকে ডলার সহায়তা দিতে হচ্ছে। তবুও আটকে থাকছে কোটি কোটি টাকার পণ্য।

তিনি বলেন, ডলার সংকটে আমদানিকারকদের চাহিদা মেটাতে পারছে না অনেক ব্যাংক। এসব সমস্যার সমাধান দিতে ৯২০ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে, ২০২১-২২ অর্থবছরের পুরো সময় রিজার্ভ থেকে ৭৬২ কোটি ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক।

বিশেষজ্ঞরা বলছেন, রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলে আরও বাড়ানোর পাশাপাশি রপ্তানি বাড়াতে পারলে দেশের ডলার সংকট কমে আসবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD