September 18, 2024, 4:03 pm

রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ

যমুনা নিউজ বিডিঃ রাজধানীতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এ সমাবেশের আয়োজন করবে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক শাখা।

সোমবার (২৩ জানুয়ারি) সংগঠনটির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াজ উদ্দিন জানান, সমাবেশটি আগামী ২৫ জানুয়ারি (বুধবার) বঙ্গবন্ধু ২৩ এভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা বক্তব্য রাখবেন। একইদিন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে দেশব্যাপী সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সমাবেশের এ ঘোষণা দেন। গত সোমবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD