March 27, 2023, 11:55 pm
যমুনা নিউজ বিডিঃ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ব্রাজিলের কোচের দায়িত্ব ছাড়েন তিতে। এরপর থেকেই নতুন কোচের খুঁজে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলের ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ল্যান্স জানায়, নেইমারদের কোচ নিয়োগের ক্ষেত্রে চারজনের সংক্ষিপ্ত তালিকা করেছে সিবিএফ। তারা হলেন- রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি, এএস রোমার কোচ হোসে মরিনহো, রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান ও লুইস এনরিকে।
তাদের পাশাপাশি ব্রাজিলিয়ান কোচদেরও নেইমারদের দায়িত্ব নেওয়ার সুযোগ থাকবে বলে ল্যান্স জানায়। নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে আগামী বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করতে আগ্রহী সিবিএফ।