October 13, 2024, 1:47 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

ঢাকাস্থ টাঙ্গাইল সদর উপজেলা সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

যমুনা নিউজ বিডিঃ ঢাকাস্থ টাঙ্গাইল সদর উপজেলা সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বীর মুক্তিযোদ্ধা পরিবার ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়। ঢাকায় বসবাসরত টাঙ্গাইল সদর উপজেলার কৃতি সন্তানদের নিয়ে গঠিত এ সমিতির নেতৃবৃন্দ শনিবার (১৪ জানুয়ারী) দিনব্যাপী এ কর্মসুচীর আয়োজনে করে। সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যলয় প্রাঙ্গনে আয়েজিত এ কর্মসুচীতে বীর মুক্তিযোদ্ধাের মাঝে ও বিভিন্ন দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। ঢাকাস্থ টাঙ্গাইল সদর উপজেলা সমিতির
সভাপতি অর্থোপেডিক ও স্পাইন সার্জন অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম এর নেতৃত্বে দেশ বরেন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এদের মধ্যে মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ রতন চন্দ্র সাহা, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ জলিল আনসারী, প্রিভেন্টিভ মেডিসিন বিভাগের ডাঃ মুসাররাত হক, ডাঃ তানজিমা ইসলাম, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ আজহারুল ইসলাম, সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ দুলাল চন্দ্র সাহা, পিত্তথলি ও লিভার সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ ইমরুল হাসান খান, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডাঃ ইমরুল হাসান, জেনারেল ফিজিশিয়ান ডাঃ মিনতি রানী সাহা, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ সোফিয়া বেগম, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, ডেন্টাল সার্জন ডাঃ মির্জা নাহিদা হোসেন বন্যা, অর্থপেডিক সাইন ডাঃ মিন্টু চন্দ্র পাল, জেনারেল ফিজিসিয়ান ডাঃ আল আমিন, জেনারেল ফিজিশিয়ান ডাঃ কামরুজ্জামান সবুজ, জেনারেল ফিজিশিয়ান ডাঃ সানজিদা ইসলাম, জেনারেল ফিজিশিয়ান ডাঃ সামিউল ইসলাম কাফি, মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ ইব্রাহিম হোসেন জোয়ারদার, জেনারেল ফিজিশিয়ান ডাঃ মুস্তাফিজুর রহমান ‘সহ অন্যান্য চিকিৎসকগণ দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ আশরাফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি সামছুল হক, প্রকৌশলী আব্দুর রশিদ, ঢাকাস্থ টাঙ্গাইল সমিতির মহিলা বিষয়ক সম্পাদক মেহেনিগার হোসেন তন্ময়, লায়ন মোঃ রবিউল ইসলাম রাজু, আব্দুর নুর রবিন, সমিতির অন্যান্য সদস্য ও জনপ্রতিনিধিগণ ‘সহ আমন্ত্রিত অতিথিগণ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD